নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচা থেকে ৫০ হাজার ইয়াবাসহ একটি পাজেরো জিপ আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এ সময় মো. ইউসুফ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য জানান।
তিনি আরো বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচা এলাকা থেকে জিপটি আটক করা হয়। কেউ যেন সন্দেহ করতে না পারে সে জন্য (ঢাকা মেট্রো ঘ-০২-১৬৪৯) গাড়িটিতে ফ্ল্যাগ লাগানো ছিল। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।