
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিমান বন্দর আশকোনায় কাওমী শিক্ষা সনদকে মাস্টার্স এর স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.সাহারা খাতুন এম.পি। সাহারা খাতুন বলেন; বর্তমান সরকার শিক্ষাখাতের সকল বিভাগে উন্নয়ন করে যাচ্ছে। বর্তমান সরকারের এই উন্নয়ন করে ধরে রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন বেপারী, সভাপতিত্ব করেন আল্লামা রুহুল আমীন উজানী দা.বা., সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।