
আশিকুর রহমান চৌধুরীঃ রাজধানীতে শীতবস্ত্রের এই বেঁচাকেনার সরেজমিন পরিদর্শনে দেখা গেছে। শীতকে সামনে রেখে নতুন নতুন ফ্যাশনের শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছে ফ্যাশন হাউসগুলো। সাদাকালো, দেশি-দশ, আড়ংসহ নামকরা সব ব্যান্ড শীত উপলক্ষে বাজারে নিয়ে এসেছে নতুন পোশাক। ফ্যাশন হাউসগুলোর সঙ্গে পাল্লা দিয়ে নতুন পোশাক তোলা হকার্স মার্কেটগুলোতেও। তবে হকার্স মার্কেটে ফ্যাশন হাউসগুলোর তুলনায় বেচা-বিক্রি একটু বেশি।
রাজধানীর ঢাকা কলেজের সামনের হকার্স মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতারা তাদের পছন্দমতো শীতবস্ত্র কিনছেন। আবার কেউবা হাতে কাপড় নিয়ে নেড়েচেড়ে দেখছেন। একইভাবে রাজধানীর মহাখালী, ফার্মগেট, আজমপুরসহ বিভিন্ন ফুটপাথে বিক্রেতারা শীতের কাপড়ের পসরা নিয়ে বসেছেন। বিক্রেতারা জানান, ক্রেতারা এসে কাপড়-চোপড় দেখছেন এবং দামে পছন্দ হলে কিনে নিচ্ছেন। গত দুই সপ্তাহ ধরে আমাদের বেঁচা-বিক্রি একটু বেড়েছে।
শীত বাংলা সনের পঞ্চম ঋতু। পৌষ ও মাঘ মাস এই দুই মাস মিলে শীতকাল । শীতকাল প্রধানত শুষ্ক এবং দিনের তুলনায় রাত হয় দীর্ঘ। বাংলাদেশে শীতের সময় খেজুরের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা পায়েস খাওয়া হয় ।
ডিসেম্বর এর মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি শীতকাল হলেও বাস্তবে নভেম্বর থেকেই হালকা শীত অনুভূত হয়। জানুয়ারি মাসে গড় তাপমাত্রা দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পর্বাঞ্চলে ১১° সেলসিয়াস থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলে ২০°-২১° সেলসিয়াস পর্যন্ত বজায় থাকে। এ সময় বৃষ্টিপাতের পরিমাণ নগণ্য।
শীত কালে অনেক ফুল ফোটে যেমন অশোক, ইউক্যালিপটাস, কুরচি, ক্যামেলিয়া, বাগানবিলাস, গোলাপ এবং সরিষা। এ সময় ঘন কুয়াশা হয়, পাতা ও ঘাসে শিশির বিন্দু দেখা যায়। এই সময় রাত বড় দিন ছোটো।