রাজনীতি মানে ভোগ বিলাশ নয় মানবসেবা: মুহাম্মদ বদিউল আলম

মোস্তাক আহমদ ঃ জাতীয় প্রেসক্লাবে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে উদযাপিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত বর্ষিয়ান নেতা অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান খান কায়সার এর স্মরণ সভা।

সকাল ১০:৩০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। শত-শত নেতা-কর্মীদের উপস্থিতে মুখরিত হয়ে উঠে প্রেসক্লাব ভি.আই.পি লাউন্স। উপস্থিত ছিলেন বিভিন্ন টেলিভিশন ও জাতীয় পত্রিকার সাংবাদিক, সম্পাদক, ও সুশীল সমাজের স্বনামধন্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান স ালনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম।

বক্তব্য প্রদান কালে তিনি বলেন, অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান খান কায়সার ছিলেন রাজনীতির বিরল আদর্শের নাম। তাঁরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কাজ করে গেছেন। অধ্যাপক পুলিন দে বৃটিশ ও পাকিস্তান বিরোধী আন্দোলনে বলিষ্ট নেতৃত্ব দিয়ে গেছেন। কাজ করেছেন গণমানুষের জন্য, জাতির জন্য। তাই আমাদেরকে সবসময় তাদের অনুসরণ ও অনুকরণ করতে হবে। তিনি আরো বলেন, রাজনীতি মানে ভোগ বিলাশ নয়, রাজনীতি মানে টাকার পাহাড় গড়া নয়, রাজনীতি মানে বৃহৎ জনগোষ্টির কল্যাণ সাধন করা ও রাজনীতি একটি ব্রত।

উক্ত স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও পূর্ত মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি। উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ. লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক জনাব আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, ও সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান এম.পি প্রমুখ। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগের অন্যান্য নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান খান কায়সার এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পারিবারবর্গের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে স্মরণ অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম অনুষ্ঠানের সমাপ্তী ঘোষনা করেন।