রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা-ছোড়াছুড়ি জুলাই বিপ্লবের সঙ্গে নিষ্ঠুরতা: আবদুল হাই শিকদার

রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা-ছোড়াছুড়ি জুলাই বিপ্লবের সঙ্গে নিষ্ঠুর প্রতারণা বলে মন্তব্য করেছেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। তিনি বলেন, জুলাই বিপ্লবের রক্তে রাঙানো বাংলাদেশে আপনাদের এ কোলাহল, স্বার্থপরতা, হট্টগোল—এগুলো আমাদের চলার পথকে কণ্টকাকীর্ণ করছে। চলতি পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে। এটা জুলাই বিপ্লবের সঙ্গে এক ধরনের নিষ্ঠুর প্রতারণা। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আবদুল হাই শিকদার বলেন, আপনারা আমাদের ক্লান্ত করে ফেলেছেন। এনাফ ইজ এনাফ। শক্তি ছিল এক টন ওজনের মাল পরিবহণ করার, কিন্তু আপনি তুলে দিয়েছেন ২০০ টন ওজনের মাল। এখন না আপনারা চলতে পারেন, না দেশটাকে চালাতে পারেন। অতএব সময় হয়েছে শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়ে আল্লাহর ওয়াস্তে আপনারা যান। আমরা সারা জীবন আপনাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।

তিনি বলেন, এ সময় ঢাকা শহরের একটি বিশাল কনভেনশন সেন্টারে কয়েক হাজার পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর প্রশিক্ষণ নিচ্ছে গেরিলা ট্রেনিংয়ের। তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। এ রকম অবস্থায় আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা সীমাহীন। এছাড়া ঢাকাতে বসে মাসের পর মাস গেরিলা ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ব্যাপারে নিঃশব্দ আমাদের সরকার। শত শত লোক অস্ত্রের ট্রেনিং নিয়ে রাস্তায় যাচ্ছে, আপনি বলছেন আশঙ্কা নেই।

যুগান্তর সম্পাদক বলেন, জুলাই বিপ্লবের রক্তে রাঙানো বাংলাদেশে আপনাদের এ কোলাহল, স্বার্থপরতা, হট্টগোল, এগুলো আমাদের চলার পথকে কণ্টকাকীর্ণ করছে। চলতি পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে। এটা জুলাই বিপ্লবের সঙ্গে এক ধরনের নিষ্ঠুর প্রতারণা। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। যারাই আন্দোলনে অংশ নিয়েছেন- তাদের শুধু একটাই কাজ। সেটা রবীন্দ্রনাথের ভাষা দিয়ে যদি বলি- এই শপথটা রাখতে হবে অন্তরে। পাড়ি দিতে নদী, ভাঙ্গে যদি হাল/ ছিন্ন পালের কাছি/মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছো আমি আছি। শুধুমাত্র তাহলেই জুলাই বিপ্লব সার্থক হবে।

বক্তৃতার শুরুতেই তিনি জুলাই বাংলাদেশ নামে একটি কবিতা পাঠ করে শোনান।

অনুষ্ঠানে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের সাংবাদিকতার বড় বাধা এলিটিজম। যতদিন না আমরা সবাই সাংবাদিক ও সম্পাদককে এক নজরে দেখতে না পারব- ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জুলাই শহীদ জননী ফাতেমা তুজ জোহরা প্রমুখ।