
বিনোদন ডেস্ক : এম.এস. ধোনি-দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি। এ ছাড়া ইন্দো-চাইনিজ সিনেমা কুংফু ইয়োগা-তে দেখা গেছে এ অভিনেত্রীকে। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায় দিশা অভিনয় করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন গুঞ্জন, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ফের জুটিবদ্ধ হচ্ছেন দিশা।
এম.এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’র সাফল্যের পর এখন সুশান্তের হাতে রয়েছে চারটি সিনেমা। তার মধ্যে একটি রোমিও, আকবর, ওয়াল্টার বা র। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ সিনেমাতেই সুশান্তের বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিনেমাটিতে দিশাকে ‘স্পাই’ চরিত্রে দেখা যাবে। অন্যদিকে সুশান্ত অভিনয় করবেন ভারতীয় ‘র’ এজেন্টের ভূমিকায়। এ সিনেমাটি পরিচালনা করবেন রবি গ্রেওয়াল। তবে দিশা সিনেমাটিতে থাকছেন কিনা এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
এ সিনেমা ছাড়াও বেশ কয়েকটি সিনেমায় দিশার অভিনয়ের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে অন্যতম স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু। সিনেমাটিতে নায়ক হিসেবে রয়েছেন এ অভিনেত্রীর কথিত প্রেমিক টাইগার শ্রফ। তবে দিশা জানিয়েছেন, সিনেমাটিতে অভিনয় করছেন না তিনি।