রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে অপহরণের এক মাস পর গোপাল চন্দ্র সাহা (৫০) নামে এক প্রাক্তন ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে সদর উপজেলার রামনগর গ্রামের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মাখন লাল সাহার ছেলে এবং সুলতানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সদস্য।
গোপাল চন্দ্রের স্ত্রী কৃষ্ণা রানী বলেন, ‘গত ২০ অক্টোবর সকালে বাড়ির পাশের বাজার থেকে মোটরসাইকেলে দুই যুবক আমার স্বামীকে তুলে নিয়ে যান। তারপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গত ২৫ অক্টোবর রাজবাড়ী থানায় একটি জিডি করেছি।’
গোপাল চন্দ্রের ছেলে সুজন বলেন, ‘বাবাকে তুলে নিয়ে যাওয়ার পর গত ৮ ও ৯ নভেম্বর অপহরণকারীরা মোবাইল ফোনে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দারি করে।’
রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম বলেন, লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।