রাজবাড়ীতে কলেজছাত্রীর ভিডিওচিত্র ধারণ : ৩ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইলে কলেজছাত্রীর নগ্ন ভিডিওচিত্র ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে তিন যুবককে আটক করেছে র‌্যাব ৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।

এ সময় তাদের ব্যবহৃত মোবাইল থেকে উক্ত ভিডিওটি উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে বালিয়াকান্দির বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত তিন যুবক হলো সদর ইউনিয়নের বাউনি বনগ্রামের মো. রেজাউল মন্ডলের ছেলে শাওন মন্ডল (১৯), পাইককান্দি গ্রামের আমিন মন্ডলের ছেলে সজিব মন্ডল (২১) ও ঢোলজানি গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. ফারুক আহমেদ (২২)।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বালিয়াকান্দির এক কলেজ ছাত্রীর সঙ্গে বনগ্রামের রেজাউল মন্ডলের ছেলে শাওন প্রেমের অভিনয় করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি গোপনে ভিডিও ধারণ করে। পরে শাওন ও তার বন্ধু মো. সজিব মন্ডল এবং মো. ফারুক আহমেদ উক্ত ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ টাকা দাবি করে। ভিকটিমের পরিবার এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র‌্যাব ফরিদপুর ক্যাম্পের সহায়তা কামনা করেন । তারই পরিপ্রেক্ষিতে রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।