রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি জামালপুর ইউনিয়নের আলোকদিয়ায় পানির ওপর বাঁশ দিয়ে নির্মিত পাঁচতলা একটি মণ্ডপ ভেঙে ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।
তবে প্রশাসন বলছে, মণ্ডপ ভেঙে যাওয়ার ঘটনায় কেউ আহত হয়নি।
সোমবার বিকেল ৫টার দিকে অতিরিক্ত দর্শানার্থীদের চাপে মণ্ডপের তৃতীয় তলাটি ভেঙে পানিতে পড়ে যায়। আহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৬০ ফুট উঁচু মণ্ডপটি দর্শানার্থীদের ভারে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর পরই কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন দর্শানার্থীদের মণ্ডপে প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা করে।
ঘটনার পর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিহাদুল ইসলাম পিপিএম ও দায়িত্বরত র্যাবের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মণ্ডপটি ঘিরে রাখে।
বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম মণ্ডপ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মণ্ডপের তৃতীয় তলাটি ভেঙে গেলেও কেউ আহত হয়নি। সাময়িকভাবে দর্শানার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে খুলে দেওয়া হবে।