রাজবাড়ীতে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি, মাদক ব্যবসায়ী এবং দালাল চক্রের সদস্য।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত পুলিশ সুপার সালমা বেগমের নির্দেশে বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।