রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় প্রথম নারী ওসি’র যোগদান

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় প্রথমবারের মত  অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে একজন নারী যোগদান করলেন। যোগদানকৃত  নারী পুলিশ অফিসারের নাম হাসিনা বেগম (পিপিএম)।

আজ শনিবার বেলা ১১টায় বালিয়াকান্দি থানার বিদায়ী ওসি মো: জাহিদুল ইসলাম পিপিএম তাকে ফুল দিয়ে বরণ করেন।

রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম পিপিএম জানান, রাজবাড়ীতে নারী পুলিশ সুপার থাকলেও  জেলার ৫ উপজেলাতেই কোন নারী ওসি ছিল না। এবারই প্রথম তাকে নিয়োগ দেওয়া হলো। হাসিনা বেগম একজন চৌকস নারী পুলিশ কর্মকর্তা।

হাসিনা বেগম ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর এসআই পদে যোগদান করেন। তিনি ২০০৫ সালে কঙ্গো, ২০০৯ সালে সুদান এবং ২০১৫ সালে হাইতিতে বিদেশে মিশনে কাজ করেন।সুদানে থাকা অবস্হায় তিনি পদোন্নতি পান। বালিয়াকান্দিতে যোগদানের আগে তিনি পাংশা থানার ওসি (তদন্ত) হিসাবে কর্মরত ছিলেন।

হাসিনা বেগমের বাড়ি বরিশাল জেলার হিজলা এলাকায়। তার স্বামী ফয়জুল হক শাকিল একটি বে-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার একমাত্র কন্যা নোশিন তাবাচ্ছুম জেরিন নবম শ্রেণিতে  পড়ে ।