
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার নাম শামীম হোসেন (২৪)। তিনি কাটাখালী চক বেলঘরিয়া মহল্লার আশরাফুল ইসলামের ছেলে। শামীম হোসেন কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী শামীমের বড় ভাই বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার আল-আমিন হোসাইন বলেন, ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।