নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলা থেকে খয়ের উদ্দিন (৪০) নামে এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার কুদিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, খয়ের উদ্দিন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) তালিকাভুক্ত সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। আগের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।