রাজশাহীতে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে কামরুজ্জামান ওরফে সোহেল (৪৮) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সোহেলকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।সোহেল নগরীর মহিষবাথান মহল্লার বেলাল হোসেনের ছেলে। তিনি রাজপাড়া থানা জামায়াতের সেক্রেটারি। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, জামায়াত নেতা সোহেলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। রোববার রাতে তিনি বাড়িতে ফেরেন। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।