রাজশাহীতে করোনায় আরও ১৯ মৃত্যু

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজশাহী করোনায় এ জেলাতে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শনিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১১ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।

রাজশাহী মেডিকেলের করোনা আপডেট সংক্রান্ত তথ্য মতে, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। বাকি দুজন করোনা নেগেটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে রাজশাহীতে ৯ জন, নাটোরের ৬ জন, নওগাঁর ২ জন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন রয়েছে। এদের মধ্যে রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। আর নাটোরে একজন করোনা ও উপসর্গ নিয়ে ৩ জন আর নেগেটিভ নিয়ে দুজনের মৃত্যু হয়। নওগাঁ একজন করোনা ও একজন উপসর্গে মারা গেছেন। কুষ্টিয়ায় করোনায় একজন মারা যান।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৯৫টি নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৫ শতাংশ। আর রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫১৮ জন। এ ছাড়া গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।