রাজশাহী : রাজশাহীর বাগমারায় কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।
শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম তাহমিনা বেগম (২৭)।
তাহমিনা উপজেলার শিয়ালি গ্রামের মিঠু আলীর (৩৮) স্ত্রী। এ ঘটনায় মিঠু আলীকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাইমুল হক জানান, পারিবারিক কলহের জেরে মিঠু আলীর সঙ্গে তার স্ত্রী তাহমিনার কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে মিঠু কোদাল দিয়ে তাহমিনার ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাহমিনা মারা যান। পরে স্থানীয়রা মিঠু আলীকে আটক করে পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং মিঠুকে আটক করে।