রাজশাহীতে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বেশকিছু মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

রোববার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ৯ জন, মতিহার থানা আটজন, শাহমখদুম থানা পাঁচজন এবং মহানগর গোয়েন্দা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, চারজন মাদক ব্যবসায়ী, ১৮ জন অন্যান্য মামলার আসামি এবং চারজন জামায়াত-শিবিরের কর্মী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ নূর মোহাম্মদ ওরফে তমাল (২৩) নামে এক শিবির কর্মী, রাজপাড়া থানা আবদুল মালেক (৪৫) নামে এক জামায়াত কর্মী, মতিহার থানা পুলিশ রতন আলী (৩০) নামে এক শিবির কর্মী ও মোয়াজ্জেম হোসেন (৩৯) নামে এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।