নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ২০ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ২ জন এবং মহানগর গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদক ব্যবসায়ী, ২০ জন অন্যান্য মামলার আসামি এবং ৩ জন জামায়াত-শিবিরকর্মী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মতিহার থানা পুলিশ ইসমাইল হোসেন ও মো. রকি নামে দুই শিবিরকর্মী এবং শাহমখদুম থানা পুলিশ আবদুর রহিম নামে এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।