
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাগমারায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম আবদুর রশিদ (৩৮)। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। শুক্রবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহম্মেদ জানান, আবদুর রশিদ তালিকাভুক্ত জেএমবি সদস্য। জেএমবির শীর্ষ নেতা বাংলা ভাইয়ের মাধ্যমে তিনি জেএমবিতে যোগ দিয়েছিলেন। সে সময় বাংলা ভাইয়ের সহযোগিতায় আব্দুর রশিদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ওই সময় তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা হয়েছিল। ওই মামলায় আদালত থেকে অব্যাহতি পেয়ে তিনি আবারো জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়েন।