রাজশাহী : রাজশাহীতে ট্রেনের ধাক্কায় সুমন আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে শনিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। সুমন রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, শনিবার সকাল ১০টার দিকে সুমন নগরীর আইডি বাগানপাড়া এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রামেক হাসপাতালে ভর্তি করলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।