নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে তিন ‘জঙ্গিকে’ আটক করেছে পুলিশ।
রোববার ভোরে জেলার বাগমারা ও পবা থানা-পুলিশ আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করে।
এদের মধ্যে একজন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ও দুজন হিযবুত তাহ্রীরের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
আটককৃতরা হলেন বাগমারা উপজেলার গুনিয়াডাঙ্গা গ্রামের আনিসুর রহমানের ছেলে আবদুর রাজ্জাক (৩০), পবা উপজেলার নওহাটা পৌরসভার নতুনপাড়া গ্রামের শফিকুল ইসলাম খানের ছেলে আরিফুল ইসলাম সদয় (২৩) ও শাহপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মানসুর রহমান (২৫)।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহম্মেদ বলেন, আবদুর রাজ্জাক পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ২০০৪ সালে বাংলা ভাইয়ের মাধ্যমে রাজ্জাক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিতে যোগ দেন।
পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, আরিফুল ও মানসুর নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য। এলাকায় তারা জঙ্গি কর্মকাণ্ড চালানোর তৎপরতা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে তাদের আটক করে।
আটক এই তিন জঙ্গিকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় আলাদা আলাদা মামলা হবে বলেও জানিয়েছে পুলিশ।