রাজশাহী : রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে পদ্মার পানি এখন বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। সন্ধ্যা নাগাদ পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজশাহীতে পদ্মার পানির বিপৎসীমার লেভেল ১৮ দশমিক ৫০ মিটার।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় পদ্মায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছিল ১৮ দশমিক ৩১ মিটার। শনিবার সকাল ৬টায় পানির উচ্চতা বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ৩৮ মিটার। ওই দিন বিকেলে পানির উচ্চতা বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ৪০ মিটার। পরবর্তী ১২ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়েছে ৬ সেন্টিমিটার। পানি বৃদ্ধির ফলে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
গত বছর পদ্মার পানিতে ক্ষতিগ্রস্ত নগরীর বুলনপুর পুলিশ লাইন সংলগ্ন বাঁধের কিছু অংশ দেবে যাওয়ায় ওই অংশে শনিবার বালুর বস্তা ফেলা হয়। অব্যাহত পানি বৃদ্ধির ফলে রোববার সকাল থেকে নগরীর শ্রীরামপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের টি-বাঁধে ফাটল দেখা দিয়েছে।
দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টি-বাঁধের ফাটল ধরা অংশে বালুর বস্তা ফেলছে পাউবোর শ্রমিকেরা। ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, দুই একদিনের মধ্যে পানি কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। রাজশাহীর মাটি ভালো হওয়ায় সমস্যার কিছু নেই।
এদিকে পদ্মায় পানি বৃদ্ধির ফলে নগরী ছাড়াও রাজশাহীর চারঘাট, বাঘা, পবা ও গোদাগাড়ীর অনেক এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ওই এলাকার মানুষ। গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যায় পবার হরিয়ান ইউনিয়নের মধ্যচরে ২৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি উঠে গেছে চর খিদিরপুর এলাকার খানপুরের শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে।