রাজশাহী : রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, ওই এলাকার আবু সাঈদের ছেলে কোরাইশ সেন (৪) ও জহিরুল ইসলামের মেয়ে বৈশাখী খাতুন (৪)। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রাইশ ও বৈশাখী পুকুরপাড়ে বসে খেলা করছিল। এ সময় তারা পানিতে পড়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে রিবারের সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।