রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি গুলিবিদ্ধ

বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইবরাহিম (৩৫) নামের এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। ইবরাহিম রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মহিষালবাড়ি মহল্লার বাসিন্দা। বাবার নাম ইসরাফিল। সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় এই ঘটনা ঘটে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল সাহাব্দিপুর এলাকার একটি ইটভাটার কাছে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। কয়েক মিনিট গোলাগুলির পর কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও আহত অবস্থায় পড়ে থাকেন ইবরাহিম। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো জানান, ইবরাহিমের বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।