রাজশাহীতে বাস উল্টে নিহত ১

রাজশাহী

রাজশাহী : রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বালিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৭ জন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাকিবুল ইসলাম (৩৫)। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে বলে জানিয়েছেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ।

তিনি জানান, ‘নূরে মক্কা’ নামে ওই বাসটি (রাজ : ব-৫২৩৪) রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে বালিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাকিবুল মারা যান। আহত হন আরও প্রায় ৭ যাত্রী।

ওসি আরও জানান, আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।