
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে বিএনপির সমাবেশে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
সোমবার বিকেলে পৌনে ৫টার দিকে নগরীর পাঠানপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মহানগর বিএনপির কর্মী সম্মেলনে সংঘর্ষ হয়। এতে আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
তবে সংঘর্ষের মধ্যেও সমাবেশ শেষ হয়েছে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
দলীয় নেতা-কর্মীরা জানান, সমাবেশ শুরু হওয়ার পর যুবদল ও ছাত্রদল নেতাদের মঞ্চে ওঠাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরপর কমিউনিটি সেন্টারের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা।
এক পর্যায়ে মহানগর বিএনপির নতুন কমিটিতে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাবেক সভাপতি ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হয়।
সংঘর্ষ চলাকালে বুলবুলপন্থির কয়েকজন কর্মীকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করতে দেখা গেছে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় পুলিশ বিএনপির এক কর্মীকে আটক করে গাড়িতে তুলতে দেখা যায়।
এর আগে বিকেল ৪টার দিকে মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে কর্মী সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গয়েশ্বর চন্দ্র রায়। সমাবেশে সংঘর্ষ শুরু হওয়ায় তড়িঘড়ি করে সমাবেশ শেষ করা হয়। সন্ধ্যা ৬টার দিকে সমাবেশের শেষ মুহূর্তে নেতা-কর্মীরা বেরিয়ে যাওয়ার সময়ও সংঘর্ষ চলছিল।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নগর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।