রাজশাহীতে বিএসটিআই’র লাইসেন্সবিহীন ফ্লাওয়ার মিলকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএসটিআই’র গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের অভিযোগে একটি ফ্লাওয়ার মিলকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

মোহনপুর উপজেলার কেশরহাট হরিদাগাছী এলাকার রাজশাহী ফ্লাওয়ার অ্যান্ড ডাউল মিল—এ সিএম লাইসেন্স ছাড়াই ‘আটা, ময়দা ও গমের ভুষি’ উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়ায় ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে মোহনপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।