
রাজশাহী : রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতে খায়ের আলম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৯ জন, রাজপাড়া থানা পাঁচজন, মতিহার থানা ছয়জন, শাহমখদুম থানা দুজন ও মহানগর ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, দুজন মাদক ব্যবসায়ী ও ২৩ জন অন্যান্য মামলার আসামি।
বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।