রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ১২৭ জনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : র‌্যাব, জেলা ও মহানগর পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৫০ জনের সবাই মাদকসেবি। ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুলিশের অভিযানে গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বুধবার দুপুরে জানান, আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান জানান, জেলার আট থানা ও ডিবি পুলিশ ২৮ জনকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর গুড়িপাড়া এলাকা থেকে ৩৭ জন ও পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে ১৩ জন মাদকসেবিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৪৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।