
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : শনিবার দিবাগত রাতে রাজশাহী মহানগর ও জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম রোববার দুপুরে জানান, আরএমপির ১০ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান জানান, জেলার আট থানা ও ডিবি পুলিশ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে বেশ কিছু পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই দুই কর্মকর্তা।