রাজশাহীতে ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পাঁচটি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা, চলবে দুপুর ১২টা পর্যন্ত। আগামীকাল দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তৃতীয় শ্রেণিতে ভর্তিচ্ছুদের পরীক্ষা নেওয়া হবে ।

এবার তৃতীয় শ্রেণিতে প্রতি আসনের বিপরীতে লড়ছে ১০ জন এবং ষষ্ঠ শ্রেণির প্রতি আসনের জন্য লড়ছে ১৮ জন শিশু। তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির মোট ৯১০টি আসনের জন্য আবেদন করেছে ১১ হাজার ৫৪৬ জন। এর মধ্যে তৃতীয় শ্রেণির ৬১০ আসনের জন্য আবেদন করেছে ৬ হাজার ১৪৯ জন। আর ষষ্ঠ শ্রেণির ৩০০ আসনের জন্য আবেদন করেছে ৫ হাজার ৩৯৭ জন।

ভর্তি কমিটির সদস্য সচিব ও রাজশাহী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা জানান, এবার ভর্তির ক্ষেত্রে মোট ৯ শতাংশ কোটা রাখা হয়েছে। মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য রয়েছে পাঁচ শতাংশ কোটা।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য রয়েছে দুই শতাংশ কোটা। আর প্রতিবন্ধীদের জন্য রয়েছে দুই শতাংশ কোটা।