
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : গ্রেপ্তার আসামির নাম সুজন ওরফে রানা। র্যাব-৫ এর মেজর এ এম আশরাফুল ইসলাম সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। রানা উপজেলার মাদিলা গ্রামের আজিবর রহমানের ছেলে। রোববার রাতে রাজশাহী নগরীর সপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন উপজেলার মাদিলা গ্রামের স্কুলছাত্রী মরিয়ম খাতুন হত্যা মামলার দুই নম্বর আসামি। নিহত মরিয়মের বাবার নাম মামুনুর রশিদ।
মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, এ বছরের শুরুতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এরপর থানায় হত্যা মামলা দায়ের করেন মরিয়মের মা শিউলি বেগম। এরপর থেকে পলাতক ছিলেন রানা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।