
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবার দুটি চালান আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় দুই কেজি ১১০ গ্রাম হেরোইন ও ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জেলার গোদাগাড়ী ও চারঘাট উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বিজিবির সদস্যরা গোদাগাড়ীর রেলবাজার খেয়াঘাট এলাকায় টহল দিতে গিয়ে দুই কেজি ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। বিজিবি সদস্যদের দেখে এক ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে হেরোইনগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪২ লাখ বিশ হাজার টাকা বলে জানান শামীম মাসুদ।
এদিকে র্যাব-৫ এর ডিএডি শহীদুল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে চারঘাট উপজেলার তাতালপুর ফৌজদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা ও মাহাবুল নামে দুই মাদক ব্যবসায়ীকে ৭৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। হেরোইন ও ইয়াবা উদ্ধারের এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।