রাজশাহীতে ১ হাজার ৯৯০ পিস মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক

রাজশাহী মহানগরীতে ১ হাজার ৯৯০ পিস নেশাজাতীয় নিষিদ্ধ ভয়ঙ্কর মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে মহানগরীর মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মহানগরীর মতিহার থানার জাহাজঘাট মধ্যপাড়া এলাকার মোস্তফা আলীর ছেলে জুয়েল আলী (১৯) ও কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পশ্চিমপাড়ার মৃত আবু তাহের উদ্দিনের ছেলে সুমন আলী (৩১)। সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব-৫ জানায়, পোপন তথ্য পেয়ে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী ট্রাফিক মোড় সংলগ্ন একটি ব্যাংক বুথের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের নামে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।