রাজশাহীর আদালত থেকে পালিয়ে যাওয়া ইব্রাহিম মার্শালকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর আদালত থেকে পালিয়ে যাওয়া ইব্রাহিম মার্শালকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টায় নগরীর সাহেববাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতের কাঠগড়া থেকে হাতকড়াসহ পালিয়ে যান ইব্রাহিম। তবে গ্রেপ্তারের সময় পুলিশ হাতকড়াটি উদ্ধার করতে পারেনি।

ইব্রাহিম রাজশাহী নগরীর শিরোইল এলাকার আশরাফ আলীর ছেলে। আদালত থেকে পালানোর ঘটনায় নগরীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

রাজশাহী মহানগর জজ আদালতের পরিদর্শক আবুল হাসেম জানান, আসামি ইব্রাহিমের বিরুদ্ধে আগে থেকেই নগরীর দুই থানায় দুটি মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় তিনি এক মাসের সাজাপ্রাপ্ত। অন্য আরেকটি মাদকের মামলায় মঙ্গলবার আদালতে তার হাজিরা ছিল। এজন্য তাকে কারাগার থেকে নিয়ে রাজশাহীর মহানগর হাকিমের আদালত-৩ এ হাজির করা হয়। ওই আদালতের কাঠগড়ায় তিনজন আসামি ছিলেন। আর দায়িত্বে ছিলেন মাসুদ হোসেন নামে এক পুলিশ সদস্য। আদালতের কার্যক্রম শুরুর পর বেলা ১২টার দিকে আসামি ইব্রাহিম কাঠগড়া থেকে পালিয়ে যান।

পরিদর্শক আবুল হাসেম জানান, কাঠগড়ায় দুই আসামিকে একসঙ্গে একটি হাতকড়া পরানো হয়েছিল। আর ইব্রাহিমকে একাই একটি হাতকড়া পরানো অবস্থায় ছিলেন। পুলিশ সদস্য মাসুদ অন্য দুই আসামির দিকে নজর দিলে ইব্রাহিম হাতকড়া নিয়েই দৌড় দেন। এরপর পুলিশ তার পিছু নিলেও তখন তাকে আর ধরা যায়নি।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টায় ইব্রাহিমকে সাহেববাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে পালানোর ঘটনায় আদালতের পরিদর্শক আবদুল হান্নান বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। হাতকড়া উদ্ধারে অভিযান চলছে বলেও জানান ওসি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, কীভাবে আসামি পালিয়েছিল তার একটি লিখিত প্রতিবেদন পাওয়া গেছে। অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নুরুল ইসলাম পুলিশ কমিশনারের কাছে প্রতিবেদনটি দিয়েছেন। এটি দ্রুত অনুসন্ধান করে দেখার জন্য আরএমপি কমিশনার মাহাবুবর রহমান পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের উপকমিশনার হেমায়েতুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন।

ইফতেখায়ের আলম জানান, অনুসন্ধান শেষে হেমায়েতুল ইসলামও পুলিশ কমিশনারের কাছে প্রতিবেদন দাখিল করবেন। এটি পাওয়ার পর বোঝা যাবে আসামি পালানোর সময় দায়িত্বরত পুলিশ সদস্যর কোনো অবহেলা ছিল কিনা। অবহেলা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।