রাজশাহী : রাজশাহী অঞ্চলে পদ্মার পানি কমতে শুরু করেছে।
গত ১৫ ঘণ্টায় এ অঞ্চলে দুই সেন্টিমিটার পানি কমেছে। এর আগে ১২ ঘণ্টায় পদ্মায় পানি বাড়েনি।
পাউবোর রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় পদ্মার পানি নদী গর্ভ থেকে ১৮ দশমিক ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। দুপুর ১২টায় এক সেন্টিমিটার কমে পানির প্রবাহ চলছিল ১৮ দশমিক ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে। এর আগে রোববার সারাদিন পদ্মার পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ৪৬ সেন্টিমিটার।
এ ব্যাপারে পাউবোর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, ‘রোববার পদ্মার পানি এক সেন্টিমিটারও বাড়েনি। সোমবার দুই সেন্টিমিটার পানি কমেছে। তাই ধারণা করছি, দু’একদিনের মধ্যে পদ্মার পানি আরো কমবে।’