ক্রীড়া প্রতিবেদক : এবারের বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলবেন জুনায়েদ সিদ্দিক।
বিপিএলের চট্টগ্রাম পর্বে রাজশাহীর সঙ্গে যোগ দিয়েছেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।
সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন জুনায়েদ।
বিমানবন্দরে দলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট দিয়ে জুনায়েদ লিখেছেন, ‘আমি রাজশাহী কিংস দলে যোগ দিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন।’
বিপিএলের গত আসরে সিলেট সুপারস্টার্সের হয়ে খেলেছিলেন জুনায়েদ। বাঁহাতি এই ব্যাটসম্যান সেবার ৫ ম্যাচে এক ফিফটিতে করেছিলেন ১০৫ রান।
এবার তিনি রাজশাহীর হয়ে কেমন করেন, সেটাই এখন দেখা বিষয়। প্রথম চার ম্যাচের একটিতে জিতে বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে রাজশাহী।
ক্রীড়া প্রতিবেদক : এবারের বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলবেন জুনায়েদ সিদ্দিক।
বিপিএলের চট্টগ্রাম পর্বে রাজশাহীর সঙ্গে যোগ দিয়েছেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।
সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন জুনায়েদ।
বিমানবন্দরে দলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট দিয়ে জুনায়েদ লিখেছেন, ‘আমি রাজশাহী কিংস দলে যোগ দিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন।’
বিপিএলের গত আসরে সিলেট সুপারস্টার্সের হয়ে খেলেছিলেন জুনায়েদ। বাঁহাতি এই ব্যাটসম্যান সেবার ৫ ম্যাচে এক ফিফটিতে করেছিলেন ১০৫ রান।
এবার তিনি রাজশাহীর হয়ে কেমন করেন, সেটাই এখন দেখা বিষয়। প্রথম চার ম্যাচের একটিতে জিতে বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে রাজশাহী।