রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন জনসংযোগ প্রশাসক প্রভাষ কুমার

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার।

বৃহস্পতিবার প্রাক্তন প্রশাসক মো. মশিহুর রহমান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, জনসংযোগ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ আগস্ট দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন মো. মশিহুর রহমান।

প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘উপাচার্য আমাকে নিয়োগ দিয়েছেন। সকলের সহযোগিতা পেলে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো।’