
ভারতের রাজস্থানের চিতোরগড়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় পুলিশ সুপার জানান, শনিবার (১২ ডিসেম্বর) নিম্বাহেড়া মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক এবং জিপের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীদের বরাতে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, সন্ধ্যায় মধ্যপ্রদেশ থেকে একটি যাত্রীবোঝাই জিপ রাজস্থানের দিকে যাচ্ছিল। উদয়পুর-নিম্বাহেড়া সড়ক দিয়ে আসার সময়ে ওই জিপটিকে সজোরে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসতে থাকা একটি বড় ট্রাক। এতে জিপটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১০ জন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ এখনো জানতে না পারলেও তদন্ত শুরু করেছে প্রশাসন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক ঘেলত এ ঘটনায় গভীর শোক জানান। এক টুইট বার্তায় হতাহতের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি।