
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে মহান বিজয় দিবসে রাজারবাগে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন পুলিশ সদস্যরা।
স্বাধীনতা যুদ্ধে নিহত পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানাতে শুক্রবার সকালে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বাংলাদেশ উইমেন্স পুলিশ নেটওয়ার্কের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
শহীদ পুলিশ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা। পরে পুলিশের বিভিন্ন ইউনিট আলাদাভাবে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে।