
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে শুরু হবে। এ অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগম।
এ ছাড়া দেশের জনপ্রিয় ও স্বনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দর্শক শ্রোতাদের মাতাবেন।
শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘প্রতিবারই আমরা এ অনুষ্ঠান করি। ডিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সব সদস্য এবং সমাজের গণমান্য ব্যক্তিরাও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এ অনুষ্ঠান শুরু হবে। আর সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে গাইবেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সদস্যরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন শিল্পী মামতাজ, ঝিলিক, ইমরান ও সোলস। এ ছাড়াও অনুষ্ঠানে দলগত নাচ, সংগীত পরিবেশন করা হবে।