
নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবসে রাজারবাগ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সকাল ৭টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানান। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।