
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের রাজার হাট বাজারে এক চা দোকানিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে রাজার হাট বাজারে নিজ দোকানে ওই চা দোকানি খুন হন।
নিহতের নাম মো. নুরুচ্ছফা (৪২)। তার বাড়ি রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের শিলক গ্রামে।
কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।