নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজাশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শেখ তারেক (২০) নামে এক ছাত্রলীগ কর্মীর নাম জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, আইএইচটিতে ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সহসভাপতি ফয়সাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


