
পর্নকান্ডের ঘটনার পর থেকেই বলিউডের আলোচিত দম্পতি শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রা, স্বামী রাজের ঘটনায় শিল্পা বিস্মিত ও আহত। রাজের ব্যাপারে কিছুই জানতেন না নায়িকা। এ ঘটনার পর রাজের কাছ থেকে সন্তানদের দূরে রাখতে চান শিল্পা।
জনপ্রিয় এই নায়িকার এক বন্ধু জানান রাজের ব্যাপারে সব কিছু জানার পর এক সাথে থাকতে চান না নায়িকা। নিজের সন্তানদেরকে স্বামীর কাছ থেকে দূরে রাখতে চান তিনি। কিন্তু এখনো বিচ্ছেদের ব্যাপারে কোনো সঠিক তথ্য জানা যায় নি।
শিল্পার ওই বন্ধু আরও জানিয়েছেন, অভিনেত্রী তার সন্তানদেরকে স্বামী রাজ কুন্দ্রার অবৈধ পথের আয় করা সম্পদ থেকে দূরে সরিয়ে নিতে চান। স্বামীর কাছ থেকে কোনো সম্পদ অথবা টাকা পয়সা নিতে চান না তিনি। তার টিভি-শো এবং ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যে পরিমান অর্থ আসে সেটাই সন্তানদের জন্য যথেষ্ট বলে মনে করছেন অভিনেত্রী।