
ইফতেখার চৌধুরীর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিত হতে যাচ্ছে ‘মুক্তি’ শিরোনামে চলচ্চিত্র। প্রযোজনার পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করছেন ইফতেখার চৌধুরী। এই সিনেমায় ইফতেখার চৌধুরী নতুন নায়িকা রাজ রিপাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন।
গত সোমবার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় নবাগত নায়িকার সঙ্গে সাত নায়কসহ জাঁকজমক ভাবে ‘মুক্তি’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এই সিনেমায় সাত নায়ক হলেন কায়েস আরজু, আমান রেজা, রাশেদ মামুন অপু, আদর আজাদ, সাইফ খান, ক্রিস্টিয়ানো তন্ময় ও আরেফিন জিলানি। অতিথি চরিত্রে থাকবেন আনিসুর রহমান মিলন ও খিজির হায়াত খান। ‘মুক্তি’ সিনেমায় নবাগত রাজ রিপাকে মুক্তির চরিত্রে দেখা যাবে।
মুক্তির চরিত্রটির কাহিনি সম্পর্কে পরিচালক বলেন, ‘নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকেরা খুঁজে পাবেন। ’
সিনেমার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন রাজ রিপা। তিনি বলেন, ‘‘আমি ‘মুক্তি’ সিনেমায় যে চরিত্রটিতে অভিনয় করছি, সেই চরিত্রটি ১৭ থেকে ১৮ বছরের একজন নারী। এই চরিত্রের জন্য নোয়াখালীর ভাষা শিখছি। নিজে আরো গ্রুমিং হচ্ছি। ইফতেখার স্যার আমাকে মার্শাল আর্ট শেখার ব্যবস্থা করে দিয়েছেন। বলতে পারেন চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যা কিছু করার দরকার সবই করছি।’