রাতের আঁধারে বাঁশের সঙ্গে নৌকা ঝুলিয়ে সকালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ আর কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাতের আধাঁরে রাস্তার মোড়ে লম্বা বাঁশের সঙ্গে ঝোলানোর ঘটনায় ময়নাল হক (৩৫ ) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায়।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে উপজেলার কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দ্বারা তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখেন ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। এ সময় নৌকার সঙ্গে নিজেদের ছবি ও “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ” লেখা স্লোগান ডিজিটাল ব‍্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেন। তারা দু’জনই আওয়ামী লীগের কর্মী।

তারা জানান, শুক্রবার (২৫ জুলাই) সকালে নৌকা ঝুলিয়ে রাখার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেপ্তার করে নৌকাসহ থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় গ্রেপ্তার ব‍্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর ব‍্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।