
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, ফলে সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদফতরের। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার ইঙ্গিত দেয়া হয়েছে যার অর্থ এই সময়ের মধ্যে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
বুধবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে রাতের তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার ইঙ্গিত দেয়া হয়েছে। ফলে এ সময়ের মধ্যে দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।