রাতে গাছ কাটার সময় ঘরের নিচে চাঁপা পড়ে একজন আহত, ঘর ভাংচুর ক্ষতির পরিমাণ দেড় লক্ষাধিক টাকা

নিয়ামুল হাসান নিয়াজ, বরগুনা প্রতিনিধি :  রাতে গাছ কাটার সময় ঘরের উপর গাছ পড়ে ঘর ভেঙ্গে গিয়ে ঘরের নিচে চাঁপা পড়ে একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানাগেছে , বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের পশ্চিম ধুপতি গ্রামের বাসিন্দা মৃত্যু কেরাত আলী মুসুল্লীর ছেলে মো: হারুন অর-রশিদ (৫০) এবং সেকান্দার আলী আকনের ছেলে মো: মতি আকন (৬৫) একই এলাকার মৃত্যু হাতেম আলী মীরের ছেলে মো: হানিফ মীরের বাগান থেকে প্রায় ৪০/৫০ টি চাম্বল গাছ খরিদ করেন। এরপর এলাকার মৃত্যু আমীর আলীর ছেলে মো: জলিল মিয়া (৪৫) এর নিকট গাছকাটার দায়িত্ব দেন। গতকাল ১৩/০৪/২০১৭ ইং তারিখ সকাল ০৮.০০ টা থেকে সন্ধ্যা ০৭.০০ টা পর্যন্ত লোকজন নিয়ে গাছ কাটতে থাকে। আনুমানিক সন্ধ্যা ০৭.০০ টার সময় একই এলাকার মৃত্যু হাফেজ আহম্মেদের ছেলে মো: জাকারিয়া খান (৪৫) এর বসত ঘরের উপর প্রায় ১২০ ফুট লম্বা আকৃতির চাম্বল গাছ পড়ে ঘর ভেঙ্গে সাহেবের হাওলা গ্রামের মুক্তিযোদ্ধা মো: মজিবুর রহমানের ছেলে মো: রিয়াজ মিয়া (৩৫) চাঁপা পড়ে গুরুত্বও আহত হয়েছেন। আহত অবস্থায় রিয়াজকে  সন্ধ্যা আনুমানিক ৭.৪০ মিনিটের সময় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে মো: জাকারিয়া খান বলেন, আমি, আমার স্ত্রী জোহরা আক্তার কেয়া, ছেলে মো: মুবিন (০২), কন্যা মোসা: জান্নাতি আক্তার তুবা (০৮), এবং আমার শ্যালক মো: রিয়াজ ঘরের ভিতরে ছিলাম। আমার ঘরের উত্তর পার্শ্বে হানিফ মীরার বাগানে গাছকাটা ব্যাপারী হারুন, মতি আকন এবং জলিল মিয়া সহ কয়েকজন গাছ কাটতে ছিল। গতকাল সন্ধ্যা আনুমানিক ৭.০০ টার সময় একটি চাম্বল গাছ আমার ঘরের উপর পড়ে পাকের ঘর, বারান্দা, টয়লেট এবং বসত ঘরের আংশিক ভেঙ্গে যায় ও দেয়ালে ফাটল ধরে। এতে আমার আনুমানিক দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং আমার শ্যালক ঘরের নিচে চাঁপা পড়ে। জাকারিয়ার স্ত্রী জোহরা আক্তার কেয়া বলেন, আমাদের ঘরের উপরে গাছ পড়ে যে অবস্থা হয়েছে এতে ঘরের নিচে চাঁপা পড়ে আমরা সবাই মারা যেতাম আল্লাহ আমাদের রক্ষা করেছেন। তিনি আরো বলেন, গাছকাটা এই ব্যাপারীরা শুধু আমাদের ক্ষতিই করে নাই স্থানীয় মো: মন্টু মীরের বাড়ির গাছ কাটার সময় তার গোয়াল ঘরে গাছ পড়ে তার ০২ টি গরু মারা যায়। গাছের ব্যাপারী মো: হারুন অর-রশিদ মিয়ার নিকট জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, যাদের ক্ষতি হয়েছে আমি গন্যমান্য ব্যক্তিদের নিয়ে তাদের ক্ষতিপূরন দিয়ে দিব। আমাদের মধ্যে এ ব্যাপারে সমঝোতার কথা চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থদের মধ্যে থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।