
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (১২ মে) রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দেশটির সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
এর আগে, শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী।
এক সাংবাদিক সম্মেলনে মিশ্রী বলেন, সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশন্স (DGMOs) যুদ্ধবিরতি কার্যকর করতে একমত হন। কিন্তু চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান তা লঙ্ঘন করেছে। ভারতীয় বাহিনী এরইমধ্যে পাল্টা জবাব দিচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত বরাবর নতুন করে গুলিবর্ষণ ও ড্রোনের উপস্থিতি চিহ্নিত হয়েছে। এ হামলাকে অত্যন্ত নিন্দনীয় বলেও উল্লেখ করেন তিনি। বলেন, এর দায় নিতে হবে পাকিস্তানকেই।
পররাষ্ট্র সচিব জানান, উভয় দেশ স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধে সম্মত হয়েছিল। কিন্তু এরপরই জম্মু ও কাশ্মিরের আখনূর সেক্টর থেকে গুলির শব্দ শোনা যায় এবং সীমান্তের কাছে একাধিক ড্রোন দেখা যায়।
এমন পরিস্থিতিতে রাতে নরেন্দ্র মোদির বক্তব্যে কী উঠে আসবে, তা-ই দেখার বিষয়।